২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝর সিডর আঘাত হানে বরগুনাসহ এই উপকূলে। মাত্র আধাঘণ্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূল। প্রবল তোড়ে বেরিবাঁধ উপচে এবং ভেঙে পানি ঢুকে চেনা জনপদ মুহূর্তে পরিণত হয় অচেনা এক ধ্বংসস্তুপে। সরকারি হিসাব অনুযায়ী, বরগুনায় এক হাজার ৩৪৫ জন মানুষের লাশ উদ্ধার করা হয়েছিল। নিখোঁজ হয় ১৫৬ জন। তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার এবং আহতের সংখ্যা ২৮ হাজার ৫০ জন। তাদের স্মৃতি উদ্দেশ্যে বরগুনা সদর উপজেলায় নির্মাণ করা হয়েছে সিডর স্মৃতি স্তম্ভ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস