নদ-নদীঃ
বরগুনা সদর উপজেলার পূর্ব ও দক্ষিণে পায়রা, পশ্চিমে বিষখালী এবং উত্তরে খাকদোন নদী অবস্থিত। পায়রা নদীতে প্রচুর পরিমানে ইলিশ মাছ উৎপাদিত হয়। পায়রার ইলিশ মাছ স্বাদে অনন্য। প্রতিদিন প্রচুর পরিমানে ইলিশ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। পায়রার ইলিশের বিশেষ চাহিদা রয়েছে। সন্ধ্যায় পায়রা নদীর অনাবিল দৃশ্য পর্যটকদের আকর্শন করে। ভীর জমায় পায়রার নদীর তীরে। বিষখালী এবং খাকদোন নদীতে প্বিরচুর পরিমানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস