বরগুনা জেলায় বড় ধরণের কোন শিল্প বাণিজ্য কেন্দ্র নেই । তবে রয়েছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পঃ বরগুনা সদর উপজেলায় ২০৪ টি। ইঞ্জিনিয়ারিং শিল্প (গাড়ীর বডি তৈরী এবং মেরামত ):বরগুনা সদর উপজেলা ১৫ টি। নদী উপকূলবর্তী শিল্প (লঞ্চ,ট্রলারের বডি তৈরী এবং মেরামত ) : ০৩ টি। বন ও বনজ শিল্প:সদরে ১৭ টি। রসায়ন শিল্প ( দাতের মাজন, আগরবাতি, সিরাপ ৪১ টি। মোমবাতি, কেশ তৈল, বলপেন, জর্দ্দা, গোলাপজল, ব্যাটারিএবং বাটার অয়েল তৈরী ) বস্ত্রজাত কুটির শিল্প (পোষাক তৈরী ) :২৬ টি। কয়ার শিল্প (পাপোষ এবং বাঁশজাত দ্রব্য ):২০ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস