Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সোস্যাল মিডিয়া সংলাপে আপনার প্রশ্ন ও সুপারিশ
বিস্তারিত

এটুআই প্রোগ্রামের সহায়তায় ধান সংগ্রহ এবং কৃষকের উন্নয়ন বিষয়ক ‘সোশ্যাল মিডিয়া সংলাপ’ অনুষ্ঠিত হবে। বিষয়:- ধানের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ। তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০১৫, দুপুর ০৩.০০-০৪.০০ টা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়,বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা ও বরগুয়া জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় নাগরিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সংলাপে যুক্ত হবেন। একইভাবে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিব কৃষি মন্ত্রণালয়, সচিব খাদ্য মন্ত্রণালয় যুক্ত থাকবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয় সংলাপ সঞ্চালনা করবেন। সংলাপে আপনার মূল্যবান প্রশ্ন ও সুপারিশ জানাতে অনুরোধ করা হচ্ছে। নির্বাচিত প্রশ্ন ও সুপারিশের উপর সংলাপে আলোচনা হবে। এই লিংকে ডুকে অনলাইনে আপলোড করবেন https://docs.google.com/forms/d/1xA8TofGR-AU19Ah2IknNZhycWkBvIRflccBg0eSgbeo/viewform

 

পৃথিবীর  যে কোন প্রান্ত থেকে আগ্রহী যে কোন ব্যক্তি ইউটিউবের মাধ্যমে যুক্ত হয়ে উল্লিখিত সংলাপটি সরাসরি উপভোগ করতে পারবেন।

ইউটিউব লিঙ্ক:

https://www.youtube.com/watch?v=nrwNWD3wFHg

 

বিভাগীয় কমিশনার, বরিশাল এর "সোস্যাল মিডিয়া সংলাপ' সংক্রান্ত পোস্ট এর কমেন্ট বক্সে পোস্ট করতে পারেন।

কমেন্ট বক্স:

https://www.facebook.com/groups/publicsserviceinnovatinblog/?fref=nf

 

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
17/09/2015