গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
বরগুনা সদর, বরগুনা।
sadar.barguna.gov.bd
28 মাঘ, ১৪২১ ব:
স্মারক নং-০৫.১০.০৪২৮.০০২.০২.০০৪.১৩-১৬৫ তারিখ : ----------------------
10 ফেব্রুয়ারি, ২০১৪ খ্রি:
হাট বাজার ইজারার দরপত্র বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রণীত সরকারি হাট-বাজার ইজারা সংক্রান্ত সর্বশেষ নীতিমালার আলোকে বরগুনা সদর উপজেলাধীন সরকারি হাটবাজারসমূহের বাংলা ১৪২2 সনের ১ লা বৈশাখ হতে ৩০ শে চৈত্র পর্যন্ত সময়ের জন্য নিম্নবর্ণিত তারিখ অনুসারে ইজারা প্রদানের জন্য সীলমোহরকৃত খামে দরপত্র আহ্বান করা যাচ্ছে। দরপত্রের সিডিউল ইজারা ডাকের আগের দিন পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় ছাড়াও জেলা প্রশাসক, বরগুনা; সহকারী কমিশনার (ভূমি), বরগুনা; অফিসার-ইনচার্জ, বরগুনা থানা, সোনালী ব্যাংক লিঃ, বরগুনা কোর্ট বিল্ডিং শাখায় অফিস চলাকালীন সময়ে পাওয়া যাবে। নির্ধারিত তারিখে দরপত্র জেলা প্রশাসক, বরগুনা কার্যালয়, নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি), বরগুনা সদর কার্যালয়ে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত দাখিল/ জমা করা যাবে। ঐ দিনই বেলা ৩:৩০ টায় দরপত্র ডাককারীদের সম্মুখে খোলা হবে (যদি কেহ উপস্থিত থাকেন)।
ক্র. নং | হাটবাজারের নাম | সম্ভাব্য সরকারি মূল্য | সিডিউলের মূল্য (অফেরৎযোগ্য) | দরপত্র দাখিলের তারিখ | ||
০৫.০৩.২০১৫ (১ম ডাক) | ২৩.০৩.২০১৫ (২য় ডাক) | ০৮.০৪.২০১৫ (৩য় ডাক) | ||||
1. | ফুলঝুড়ি | ১৫২৩১৯১.০০ | ৩৮০০.০০ | ঐ | ঐ | ঐ |
2. | গুলিশাখালী | ১২১৯১.০০ | ৫০০.০০ | ঐ | ঐ | ঐ |
3. | গৌরীচন্না | ১৩৬৬৫২৪.০০ | ৩৪০০.০০ | ঐ | ঐ | ঐ |
4. | আয়লা | ৯৯৮২৭৩.০০ | ২৬০০.০০ | ঐ | ঐ | ঐ |
5. | ঘটবাড়িয়া | ১৬৫০০৫.০০ | ১০০০.০০ | ঐ | ঐ | ঐ |
6. | পুরকাটা | ৩০৭২৯৬.০০ | ১৪০০.০০ | ঐ | ঐ | ঐ |
7. | কদমতলা | ১৫১৩৪৩.০০ | ১০০০.০০ | ঐ | ঐ | ঐ |
8. | বৈকালিন | ১৮৫৩৬২.০০ | ১০০০.০০ | ঐ | ঐ | ঐ |
9. | জাংগালিয়া | ৮০২৫.০০ | ৫০০.০০ | ঐ | ঐ | ঐ |
10. | গোলবুনিয়া | ৪১০৩৪.০০ | ৫০০.০০ | ঐ | ঐ | ঐ |
11. | নলী | ৭১৫৬৭.০০ | ৫০০.০০ | ঐ | ঐ | ঐ |
12. | আমতলী | ৪৮২৮৪.০০ | ৫০০.০০ | ঐ | ঐ | ঐ |
13. | চালিতাতলী | ৭৬৫৪২০.০০ | ২২০০.০০ | ঐ | ঐ | ঐ |
14. | পরীরখাল | ২৬৯৯৫৩.০০ | ১২০০.০০ | ঐ | ঐ | ঐ |
15. | বাবুগঞ্জ | ২১২৩৮৬.০০ | ১২০০.০০ | ঐ | ঐ | ঐ |
16. | পিতাম্বরগঞ্জ | ১০০০০.০০ | ৫০০.০০ | ঐ | ঐ | ঐ |
17. | গাজীমাহমুদ | ৪২৫০.০০ | ৫০০.০০ | ঐ | ঐ | ঐ |
১ম বার দরপত্র পাওয়া গেলে এবং দাখিলকৃত দরপত্র অনুমোদিত হলে ২৩.০৩.২০১৫ খ্রি: তারিখের ঐ হাটবাজারটির নাম দরপত্র বিজ্ঞপ্তি থেকে বাদ দেয়া হয়েছে গণ্য করতে হবে। ২য় বার দরপত্র পাওয়া গেলে এবং দাখিলকৃত দরপত্র অনুমোদিত হলে ০৮.০৪.২০১৫ খ্রি: তারিখে ঐ হাটবাজারটির নাম দরপত্র বিজ্ঞপ্তি থেকে বাদ দেয়া হয়েছে বলে গণ্য হবে।
1. বাংলা ১৪২২ বঙ্গাব্দের ১ লা বৈশাখ হতে ৩০ চৈত্র ০১ (এক) বৎসর মেয়াদকালের জন্য হাট বাজার ইজারা বন্দোবস্ত দেয়া হবে।
চলমান পাতা-০২
পাতা-০২
2. হাট বাজার ইজারা সংক্রান্ত বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-২ শাখার স্মারক নং- ৪৬.০৪১.০৩০.০২.০০.০০২.২০১১.৭৮০, তারিখ: ২১.০৯.২০১১ খ্রি: মোতাবেক এ বিজ্ঞপ্তি জারি করা হলো।
3. দরপত্রদাতাকে দরপত্রের সহিত দরপত্রে উল্লেখিত দরের ৩০% (শতকরা ত্রিশ ভাগ) অর্থ জামানত হিসেবে যেকোন তফসিলি ব্যাংক হতে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর এর অনুকূলে জমা দিতে হবে। অন্যথায় দরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। উক্ত টাকা হতে ২৫% অর্থ ইজারা মূল্যের সাথে সমন্বয় করা হবে এবং বাকী ৫% অর্থ জামানত হিসেবে সংরক্ষিত থাকবে। ইজারাগ্রহীতা নিয়মিত হাট-বাজার নিজ খরচে পরিষ্কার না করলে বা অন্য কোন ক্ষতিসাধন করলে উক্ত জামানত হতে মিটানো হবে। বৎসর সমাপনান্তে অব্যবহৃত টাকা জমাকারীর বরাবরে প্রত্যার্পণ করা হবে।
4. যার দরপত্র গৃহীত হবে, দরপত্র সংবাদ অবহিত হওয়ায় ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে দরপত্রে উল্লেখিত দরের অবশিষ্ট ৭৫% (পঁচাত্তর ভাগ) অর্থ, মোট দাখিলকৃত দরের উপরে অতিরিক্ত ৫% আয়কর এবং ১৫% ভ্যাট (মূল্য সংযোজন কর) অবশ্যই একই সংগে পরিশোধ করতে হবে। অন্যথায় বাজারের জন্য জমাদানকৃত জামানত বাজেয়াপ্তপূর্বক পুনরায় ইজারা কার্যক্রম গ্রহণ করা হবে।
5. প্রাপ্ত দরপত্রের সর্বোচ্চ দর গ্রহণ করা হবে এবং উক্ত অংক যদি সংশ্লিষ্ট হাট-বাজারের পূর্ববর্তী ০৩ (তিন) বৎসরের গড় ইজারা মূল্য (সরকারি মূল্য) হতে কম হয় তা হলে পুনরায় দরপত্র আহ্বান করা হবে। দ্বিতীয়বার দরপত্র আহ্বান সত্ত্বেও যদি প্রাপ্ত সর্বোচ্চ দর পূর্ববর্তী তিন বৎসরের গড় ইজারা মূল্য হতে কম হয় তাহলে ইজারা প্রদানের কার্যক্রম কাঙ্খিত ইজারা মূল্য না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
6. এক বাজারের জন্য ক্রয়কৃত দরপত্র আরেক বাজারের জন্য দরপত্র হিসেবে ব্যবহার করা যাবে না। দরপত্র গ্রহণের দিন কোন দরপত্র সিডিউল বিক্রয় করা হবে না। এক দফার জন্য ক্রয়কৃত দরপত্র অন্য দফায় অন্তর্ভুক্ত বাজারের দরপত্র হিসেবে ব্যবহার করা যাবে না।
7. খামের উপরে দরদাতার নাম, ঠিকানা ও বাজারের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
8. সরকার অনুমোদিত টোল রেইট মোতাবেক টোল আদায় করতে হবে। বিনা রশিদে টোল আদায় করা যাবে না। ইজারাদার নিজ খরচে বাজারের দৃশ্যমান একাধিক স্থানে টোল চার্ট টাংগিয়ে প্রচার করবেন।
9. প্রত্যেক বাজারের জন্য পৃথক পৃথক সীলমোহরকৃত খামে দরপত্র দাখিল করতে হবে। দরপত্রদাতাকে দরপত্রের প্রতি পৃষ্ঠায় স্বাক্ষর করতে হবে।
10. ইজারাদার কোনক্রমেই হাট-বাজার অন্যের নিকট সাব-লিজ দিতে পারবেন না। যদি অনুরূপ কোন প্রকার কার্যকলাপ পরিলক্ষিত হয় অথবা চুক্তিপত্রের শর্ত লংঘন করা হয় তাহলে ইজারা বাতিল বলে গণ্য হবে।
11. ইজারার সমস্ত অর্থ (ভ্যাট, আয়করসহ) পরিশোধের ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে ২৫০/- নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে ইজারাদার কর্তৃক ইজারা চুক্তি সম্পাদন করতে হবে।
12. দুই বা ততোধিক দরপত্রদাতার দর সর্বোচ্চ বা একই হলে কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
13. ইজারাদার নিজ খরচে বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।
14. ইজারাদার নিজ খরচে একটি পরিদর্শন রেজিষ্টার সংরক্ষণ করবেন।
15. কোন প্রকার ঘষা-মাঝা, কাটাকাটি, লেখার ওপর লেখা দরপত্র গ্রহণযোগ্য হবে না।
16. নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক হাট-বাজার ইজারা অনুমোদিত না হলে ইজারা বাতিল বলে গণ্য হবে এবং দখলকৃত সময়ে হারাহারিভাবে ইজারার অর্থ কর্তনপূর্বক বাকী জমাকৃত অর্থ ইজারাদারকে প্রদান করা হবে।
17. হাট-বাজারের ইজারার টাকা সরকারি দাবী আদায় আইন অনুযায়ী সার্টিফিকেট মামলার মাধ্যমে আদায় করা হবে।
18. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোন দরপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
19. দরপত্র সংক্রান্ত উপরোক্ত শর্তাবলী ব্যতীত অন্যকোন জিজ্ঞাসা থাকলে নিম্নস্বাক্ষরকারীর অফিস হতে অফিস চলাকালীন সময়ে এতদ্বিষয় বিস্তারিত জানা যাবে।
স্বাক্ষরিত/-
(গোলাম মোহাম্মদ ভূঁইয়া)
উপজেলা নির্বাহী অফিসার
বরগুনা সদর, বরগুনা
ফোন: ০৪৪৮-৬২৬৪৯
unobarguna@mopa.gov.bd
28 মাঘ, ১৪২১ ব:
স্মারক নং-০৫.১০.০৪২৮.০০২.০২.০০৪.১৩-১৬৫(১০০) তারিখ : ----------------------
10 ফেব্রুয়ারি, ২০১৪ খ্রি:
অনুলিপি প্রেরণ করা হলো:
1. জেলা প্রশাসক, বরগুনা
2. পুলিশ সুপার, বরগুনা সদয় অবগতির জন্য।
3. প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, বরগুনা
4. উপজেলা পরিষদ চেয়ারম্যান, বরগুনা সদর/ আমতলী/ বেতাগী/ পাথরঘাটা/ বামনা/ তালতলী
5. উপজেলা নির্বাহী অফিসার, আমতলী/ বেতাগী/ পাথরঘাটা/ বামনা/ তালতলী। [অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য]
6. মেয়র, বরগুনা/ আমতলী/ পাথরঘাটা/ বেতাগী পৌরসভা, বরগুনা
7. সহকারী কমিশনার (ভূমি),বরগুনা সদর/ আমতলী/ বেতাগী/ পাথরঘাটা/ বামনা/ তালতলী, বরগুনা
8. জেলা তথ্য অফিসার, বরগুনা
9. অফিসার ইনচার্জ, বরগুনা থানা
10. সাব রেজিস্ট্রার, বরগুনা
11. উপজেলা ............................................ অফিসার, বরগুনা সদর, বরগুনা
12. চেয়ারম্যান ......................................... ইউনিয়ন পরিষদ, বরগুনা সদর, বরগুনা
13. ব্যবস্থাপক, সোনালী ব্যাংক, বরগুনা কোর্ট বিল্ডিং শাখা, বরগুনা
14. পোস্ট মাস্টার, প্রধান ডাকঘর, বরগুনা
15. সভাপতি/ সম্পাদক, প্রেসক্লাব, বরগুনা
16. ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ফুলঝুড়ি/ আয়লা/ আয়লাপাতাকাটা/ বুড়িরচর/ বরগুনা সদর/ পিতাম্বরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস। [তাঁকে অত্র দরপত্র বিজ্ঞপ্তিটি ঢোল সহরত পূর্বক লঞ্চঘাট/ হাট-বাজার ও জনবহুল এলাকায় ব্যাপক প্রচার অন্তে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে এর সার্ভিস রিটার্ন প্রেরণ করতে অনুরোধ করা হ’ল।
17. জনাব ............................................................... ইজারাদার, ......................................................... হাট
উপজেলা নির্বাহী অফিসার
বরগুনা সদর, বরগুনা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস