Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বরগুনা সদর উপজেলায় বাংলা ১৪২৩ সালের হাট-বাজার এর ইজারা বিজ্ঞপ্তি
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

বরগুনা সদর, বরগুনা।

sadar.barguna.gov.bd

2৮ মাঘ, ১৪২2 বঙ্গাব্দ

স্মারক নং-০৫.১০.০৪২৮.০০২.০২.০০৪.১৩-86(100)                                                   তারিখ : ---------------------------------

1০ ফেব্রুয়ারি, ২০১6 খ্রিস্টাব্দ

 

হাট বাজার ইজারার দরপত্র বিজ্ঞপ্তি

 

            এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রণীত সরকারি হাট-বাজার ইজারা সংক্রান্ত সর্বশেষ নীতিমালার আলোকে বরগুনা সদর উপজেলাধীন সরকারি হাটবাজারসমূহের বাংলা ১৪২৩ সনের ১ লা বৈশাখ হতে ৩০ শে চৈত্র পর্যন্ত সময়ের জন্য নিম্নবর্ণিত তারিখ অনুসারে ইজারা প্রদানের জন্য সীলমোহরকৃত খামে দরপত্র আহ্বান করা যাচ্ছে। দরপত্রের সিডিউল ইজারা ডাকের আগের দিন পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় ছাড়াও জেলা প্রশাসক, বরগুনা; সহকারী কমিশনার (ভূমি), বরগুনা; অফিসার-ইনচার্জ, বরগুনা থানা, সোনালী ব্যাংক লিঃ, বরগুনা কোর্ট বিল্ডিং শাখায় অফিস চলাকালীন সময়ে পাওয়া যাবে। নির্ধারিত তারিখে দরপত্র জেলা প্রশাসক, বরগুনা কার্যালয়, নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি), বরগুনা সদর কার্যালয়ে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত দাখিল/ জমা করা যাবে। ঐ দিনই বেলা ৩:৩০ টায় দরপত্র ডাককারীদের সম্মুখে খোলা হবে (যদি কেহ উপস্থিত থাকেন)।

ক্র. নং

হাটবাজারের নাম

সম্ভাব্য সরকারি মূল্য

সিডিউলের মূল্য (অফেরৎযোগ্য)

দরপত্র দাখিলের তারিখ

০৮.০৩.২০১৬ (১ম ডাক)

২৪.০৩.২০১৬ (২য় ডাক)

০৭.০৪.২০১৬ (৩য় ডাক)

1.        

ফুলঝুড়ি

১৮৪৬১৯১.০০

৪৪০০.০০

2.       

গুলিশাখালী

১৮৭১৯.০০

৫০০.০০

3.       

গৌরীচন্না

১৫৭৮৪৫৩.০০

৩৮০০.০০

4.        

আয়লা

১০৭৯৯৩৯.০০

২৮০০.০০

5.       

ঘটবাড়িয়া

১৯৯৯৪৩.০০

১০০০.০০

6.       

পুরকাটা

৩৫৭২২৪.০০

১৪০০.০০

7.        

কদমতলা

১৭৭৯২৪.০০

১০০০.০০

8.       

বৈকালিন

২২৪১২৪.০০

১২০০.০০

9.        

জাংগালিয়া

১১৭৩২.০০

৫০০.০০

10.     

গোলবুনিয়া

৫৩৮৫০.০০

৫০০.০০

11.     

নলী

৮২৯৯৫.০০

৫০০.০০

12.    

আমতলী

৫৫০৩৩.০০

৫০০.০০

13.    

চালিতাতলী

১০৭১৭৮৬.০০

২৮০০.০০

14.     

পরীরখাল

৩৩৫৪৫৩.০০

১৪০০.০০

15.    

বাবুগঞ্জ

২৬৪৮১৪.০০

১২০০.০০

16.    

পিতাম্বরগঞ্জ

১২২৭৫.০০

৫০০.০০

17.     

গাজীমাহমুদ

৪৫০০.০০

৫০০.০০

           

১ম বার দরপত্র পাওয়া গেলে এবং দাখিলকৃত দরপত্র অনুমোদিত হলে ২৪.০৩.২০১৬ খ্রি: তারিখের ঐ হাটবাজারটির নাম দরপত্র বিজ্ঞপ্তি থেকে বাদ দেয়া হয়েছে গণ্য করতে হবে। ২য় বার দরপত্র পাওয়া গেলে এবং দাখিলকৃত দরপত্র অনুমোদিত হলে ০৭.০৪.২০১৬ খ্রি: তারিখে ঐ হাটবাজারটির নাম দরপত্র বিজ্ঞপ্তি থেকে বাদ দেয়া হয়েছে বলে গণ্য হবে।

 

ইজারা ডাকের বিষয়ে বিস্তারিত জানার জন্য নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হ’ল।  

 

স্বাক্ষরিত/-

(মুহাম্মাদ ইব্রাহীম)

উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)

বরগুনা সদর, বরগুনা

ফোন: ০৪৪৮-৬২৬৪৯

unobarguna@mopa.gov.bd

ডাউনলোড
প্রকাশের তারিখ
17/02/2016